বকশীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা করেছেন উপজেলা প্রশাসন।

২ এপ্রিল বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ব্যবসায়ী আবদুস ছাত্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ঢেউটিন ব্যবসায়ী হাবিবুর রহমান, চাল ব্যবসায়ী জয়নাল আবেদিন, ব্যবসায়ী বাবলু মনি সাহা, মাংস ব্যবসায়ী আবু রশিদ, কাচাঁমাল ব্যবসায়ী সাইফুল ইসলাম, মুরগী ব্যবসায়ী জহুরুল ইসলাম প্রমুখ।

গভায় গরুর মাংস ৬২৫ টাকা কেজি, মহিষের মাংস ৬২৫ টাকা কেজি, খাসির মাংস ৮০০ টাকা কেজি, সোনালী মুরগি (কক) ২৫০ টাকা কেজি দর নির্ধারণ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।

এছাড়াও রোজার মাসে নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।