দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

দেওয়ানগঞ্জে শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, মডেল থানা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

পরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, সালাম প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন।

দেওয়ানগঞ্জে শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।ছবি: বাংলারচিঠিডটকম

পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যন দেওয়ান মো. ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, মডেল থানা অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র (ভারঃ) নূরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের (ভার.) সভাপতি অধ্যাপক আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, বীর মক্তিযোদ্ধা মাহবুবুর রশীদ খরম, বীর প্রতীক এনায়েত হোসেন সুজা, স্থানীয় এমপি প্রতিনিধি মুক্তাদির বিল্লাল সিপন।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।