সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ইসলামপুরে বিনামূল্যে চক্ষুসেবা

বিনামূল্যে চক্ষুসেবার অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

ডা. খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্টের আয়োজনে ২৫ মার্চ গুঠাইল হাইস্কুল এন্ড কলেজে মাঠে শিবিরের আয়োজন করা হয়। দুইদিনব্যাপী শিবিরে দুঃস্থ, গরীব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সেবা দেওয়া হয়।

দুর্গম চরাঞ্চল মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছাতেই এই শিবিরের আয়োজন করে প্রথমদিনে ৪৫০ জনের চিকিৎসা দেওয়া হয়েছে।

কল্যাণ ট্রাস্টের সভাপতি এস এম শাহীনুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, হাবিবুর রহমান শাহীন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নূর ইসলাম নুর, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।