ইসলামপুরে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সন্ধ্যায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ তুলে দেওয়া হয়।

প্রর্দশনীতে বিভিন্ন বিষয় উপস্থাপন মূল্যায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইসলামপুর ও উপজেলা প্রকৌশলীকে প্রথম স্থান ঘোষণা করা হয়। সহকারী কমিশনার ভূমি ও মৎস অধিদপ্তরকে দ্বিতীয় এবং জনস্বাস্থ্য ও কৃষি অফিসকে তৃতীয় স্থান ঘোষণা করে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অন্যান্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

৮দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা প্রশাসন, এনজিও, মিডিয়াসহ ৫৪টি স্টল অংশগ্রহণ করে।