জামালপুরে মানবিক নকশি বাংলার উদ্যোক্তা মিলনমেলা

মানবিক নকশি বাংলার উদ্যোক্তা মিলনমেলায় অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মানবিক নকশি বাংলার উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ দুপুরে শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলার আয়োজন করে জামালপুর মানবিক নকশি বাংলা।

মানবিক নকশি বাংলা এসোসিয়েশনের আহ্বায়ক বিজন কুমার চন্দের সভাপতিত্বে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এবং মিলনমেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি।

এছাড়া আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মানবিক নকশি বাংলার চেয়ারম্যান আদম তমিজী হক সিআইপি, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ মানবিক সোসাইটি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, পরিচালক জেসমিন শামীমা নিঝুম, উদ্যোক্তা ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, মানবিক সোসাইটির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয় ও তত্ত্বাবধায়ক মানবিক নকশি বাংলার প্রতিষ্ঠাতা এডমিন শাহনাজ পারভীন।

এ সময় বক্তারা নারীদের একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, নারীরা আজ কোন কিছুতেই পিছিয়ে নেই। আগামী দিনে নারীরা তাদের নিজ নিজ উদ্যোগে নারী সমাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।