জামালপুরে এইচআরডি নেটওয়ার্ক ও উন্নয়ন সংঘর উদ্যোগে নারী দিবস পালিত

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বকুলতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য সামনে রেখে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও উন্নয়ন সংঘের উদ্যোগে জামালপুর জেলা শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সকালে জামালপুর শহরের বকুলতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। পথসভা শেষে শহরে শোভাযাত্রা বের করা হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর পৌরসভা মহিলা কাউন্সিলর নারীনেত্রী সাইদা আক্তার, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, এসএমপি ব্যবস্থাপক শাহজাহান মিয়া, সংস্থার জুনিয়র অডিটর আরিফন্নাহারসহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ।

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এইচআরডি নেটওয়ার্ক ও উন্নয়ন ষংঘের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচি, এনএসভিসি প্রকল্প, বিংগস প্রকল্প, রি-কল -২০২১ প্রকল্প, এপিসহ সংস্থার বিভিন্ন প্রকল্পের উদ্যোগে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সদর উপজেলা ইউনিয়ন পর্যায়ে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।