বকশীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

বঙ্গবন্ধুর ম্যোরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যোরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, এসি ল্যান্ড মাহবুবুর রহমান, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সেলিম রেজা,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ , বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বকশীগঞ্জ ইউএনওমুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৭ মার্চ দিবসটি উপলক্ষে সরকার ঘোষিত জয়বাংলা স্লোগান কাজে কর্মে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন ইউএনও মুন মুন জাহান লিজা। তিনি এসময় সবাইকে সাথে নিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে সবাইকে উৎসাহিত করেন।