দেওয়ানগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে যথাযর্থ মর্যাদায় মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেন।

৭ মার্চ সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গণগ্রন্থাগারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অহন্না জিন্নাত, স্থানীয় এমপি প্রতিনিধি মোক্তাদির বিল্লাহ সিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর, কৃষি অফিসার পরেশচন্দ্র দাস, প্রাথমিক শিক্ষা অফিসার আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সভাপতি হারন অর রশীদ হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুর করিম আকন্দ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সৈয়দ আহাম্মেদ সাবু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু, যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশীদ মামুন।