স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামপুর পৌরসভার আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামপুর পৌরসভার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ইসলামপুর পৌরসভার আয়োজন পৌর মাঠে ৩ মার্চ সন্ধ্যায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

পৌর মেয়র আব্দুল কাদের শেখের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান। প্রধান আলোচক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম। বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, শাহাদত হোসেন স্বাধীন, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূরের সঞ্চালনায় এছাড়াও সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক আলহাজ মিয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এতে মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।