দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত

দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে যৌথভাবে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুনাহার শেফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, কৃষি কর্মকর্তা পরেশচন্দ্র দাস, পঃ পঃ ডা. আহসান হাবীব, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আবুবক্কর সিদ্দিক।

ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সানোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার তারাটিয়ায় দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সানোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া।