জামালপুরে আইইবি’র মানববন্ধন

জামালপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

১০ ফেব্রুয়ারি সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মাবনবন্ধনে বক্তব্য রাখেন আইইবি জামালপুর সাব সেন্টারের সহ-সভাপতি জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম ফারুক আহম্মেদ ও সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এ সময় বক্তারা বলেন, প্রকৌশলীদের কাজের মূল্যায়ন করার জন্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা রয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে কাজের মূল্যায়ন করতে গেলে কাজের পরিবেশ নষ্ট হবে। জনপ্রশাসন মন্ত্রালয়ের আদেশ দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দ।