বকশীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বকশীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ১১ ডিসেম্বর সকালে পৌর এলাকার মেষেরচর কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, সমাজসেবক হামিদুর রহমান, রমেশ চন্দ্র রায়, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত বকশীগঞ্জ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩ হাজার ১৫৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ২৪ হাজার ৬২১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৭৬ জন প্রতিবন্ধী শিশুকে জাতীয় ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।