বকশীগঞ্জে ক্রীড়া সামগ্রী পেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের উদ্যোগে ১০ নভেম্বর সকালে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপকরণ হিসেবে এসব বিতরণ করা হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপার সোহরাব হোসেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, সামেদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।