দেওয়ানগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১/২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর দুপুরে উপজেলার কৃষি অধিদপ্তর থেকে ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ১ কেজি করে বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরশ চন্দ্র দাস।