নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদ্দি, শওকত হোসেন খান মুকুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহম্মেদ প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম সালেহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, ফয়েজ মিল্লাত, আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক রেজাউল করিম রিপন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, উপজেলায় কর্মরত বিভন্ন দপ্তর প্রধানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।