বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। ২৪ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড়া এলাকায় ওই শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর গ্রামের খোরশেদ আলমের ছেলে হাবিবুল্লাহ মুরাদের সাথে সীমার পাড় গ্রামের এক কৃষকের মেয়ে ও স্থানীয় কোহিনূর আদর্শ দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীর (১৪) বিয়ের দিন ধার্য্য করা হয়। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বিয়ের কাজ সম্পন্ন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হাজির হন ইউএনও মুন মুন জাহান লিজা। ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর না হওয়ায় তিনি বাল্যবিবাহটি বন্ধ করে দেন।