সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনের পর মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম জহুরুল ইসলাম মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ¦ল, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মুজিবুল ইসলাম দিলিপ, শিক্ষক তপন কুমার প্রমুখ।

জানা যায়, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত এ একাডেমিক ভবনটি ৭১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।