নভেম্বর-ডিসেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : জাকির হোসেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) অনুষ্ঠিত হবে।

৬ সেপ্টেম্বর সচিবালয়ে সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা জানান ।

তিনি বলেন, কোভিড-১৯ অতিমারির পরিস্থিতি স্বাভাবিক হলে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।