বকশীগঞ্জে দুগ্ধদায়ী মা ও শিশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জে দুগ্ধদায়ী মা ও শিশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতায় উপকারভোগীদের চলমান স্বাস্থ্য সেবা জোরদারকরণের লক্ষ্যে বিনামূল্যে দুগ্ধদায়ী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও পরিচর্যা সামগ্রী প্রদানের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ২৪ আগস্ট দুপুর ১২টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হেলথ ক্যাম্প এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

হেলথ ক্যাম্প পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম.কে মুনিম।

হেলথ ক্যাম্পের মাধ্যমে ৪৫০ মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা প্রদান ও পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়।