ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ইসলামপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপনে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ,ইসলামপুর প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধ-নর্মিত রাখা হয় ।

উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ইসলামপৃর থানা, ইসলামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরে উপজেলা মসজিদে দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান বারী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, সহসভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় রচনা প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়।