দেওয়ানগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নে অসহায় ও অতিদরিদ্র পরিবারদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে।

১৫ জুলাই সকালে ১০ কেজি হারে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ৯ হাজার ২০৭টি পরিবারে ৯২.০৭০ মেট্রিকটন, চিকাজানী ইউনিয়নে ৬ হাজার ৭৯৮টি পরিবারে ৬৭.৯৮০ মেট্রিক টন ও চুকাইবাড়ী ইউনিয়নে ৩ হাজার ২৫৬টি পরিবারে ৩২.৫৬০ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নে অসহায় ও অতিদরিদ্র পরিবারদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এনামুল হাসান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪ হাজার ৩৩টি পরিবারের জন্য ৫৪০.৩৩০ মেট্রিকটন চাল বরাদ্দ পেয়েছি। জনপ্রতি ১০ কেজি হারে চাল পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ শুরু হয়েছে।

দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়নে অসহায় ও অতিদরিদ্র পরিবারদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান। ছবি : বাংলারচিঠিডটকম

চাল বিতরণে – বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, ট্যাগ অফিসার অলি মাহমুদ, ইউপি সচিব সুজিত কুমার সাহা, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, ট্যাগ অফিসার মোখলেছুর রহমান, ইউপি সচিব আনছার আলী, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান, ট্যাগ অফিসার আবুল হোসেন, ইউপি সচিব আনোয়ারুল ইসলামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।