মাদারগঞ্জের লোকালয়ে অজগর!

মাদারগঞ্জের লোকালয়ে ধরা পড়া অজগর। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর ধরা পড়েছে। ১৩ জুলাই ভোরে ওই এলাকার সকাল বাজারের কৃষক মুসলিম উদ্দিনের সুপারী বাগানে ঘের দেওয়া কারেন্ট জালে আটকে পড়ে অজগরটি।

কোথায় থেকে অজগরটি এসেছে তা বলা সম্ভব হয়নি। এই প্রথম মাদারগঞ্জে অজগর এর দেখা পাওয়া গেল। শত বছরেও এই অঞ্চলে অজগর উদ্ধারের কোন ইতিহাস নেই। জীবিত অজগরটি দেখতে শত শত উৎসুক জনতা ভীড় করছে।

এলাকার সচেতন মানুষ জীবিত এই অজগরটি বন বিভাগের কাছ হস্তান্তর করার দাবি করেছেন।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।