ধর্ম প্রতিমন্ত্রীর অংশগ্রহণে ইসলামপুরে বন্যা করোনা মোকাবেলা ও ত্রাণ বিতরণ বিষয়ক জরুরী জুম মিটিং

অনলাইন মিটিংয়ে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জুম অ্যাপের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করোনাভাইরাস মোকাবেলা, লকডাউন বাস্তবায়ন, বন্যা ও ত্রাণ বিতরণ বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল এতে সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় আগামী বন্যার ত্রাণ বিতরণ, ঈদুল আজহার ভিজিএফ বিতরণ, করোনায় কর্মহীনদের সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয়।