ফাঁকা সড়ক, জনশূন্য দেওয়ানগঞ্জ পৌর শহর, কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

দেওয়ানগঞ্জ পৌর শহরে পায়ে হেঁটে মহড়া দিচ্ছেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত সাতদিনের লকডাউনে কঠোর বিধি নিষেধ ও লকডাউন কার্যকর করতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে গ্রাম গঞ্জে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি।

লকডাউনের ৪র্থ দিনে দেখা গেছে বিভিন্ন সড়কের পয়েন্টে পুলিশ মোতায়েন, সড়কগুলো রয়েছে ফাঁকা, পৌর শহর জনশূন্য মনে হয় যেন গভীর রাত।

৪ জুলাই সকাল থেকে সড়কে কোন প্রকার যানবাহন চলতে নজরে পড়েনি। উপজেলার দিঘলকান্দি, জিল বাংলা সুগার মিল, চিকাজানি, গুলোরঘাট মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। পৌর শহরের অলি গলি জনশূন্য, ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কেউ বাসা থেকে বের হলেই দিতে হচ্ছে উপজেলা প্রশাসনকে কৈফত।

বিজিবি, পুলিশের টহল গাড়ি মহড়া থাকায় নেই কোন লোকের গুঞ্জন। সকাল থেকে পায়ে হেঁটে পৌর শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় পৌর কাউন্সিলর মামুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, করোনা সংক্রমণ রোধে সরকারি ঘোষণা মোতাবেক উপজেলায় লকডাউন চলমান রয়েছে। প্রয়োজন ছাড়া স্বাস্থ্যবিধি না মেনে চলা ফেরা করলেই তাকে আইনের আওতায় আনা হবে। উপজেলায় পুলিশ, বিজিবি, আনসার, উপজেলা প্রশাসন নিরলসভাবে দায়িত্ব পালন করছে।