দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ডুবে কৃষক নিখোঁজ

ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষকের স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদে কৃষক ইসমাইল হোসেন (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইসমাইল হোসেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাংগা গ্রামের মৃত টুনু সেখের ছেলে।

জানা গেছে, ইসমাইল হোসেন ২০ জুন সকালে খাবার খেয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের ওপারে গরুর ঘাস সংগ্রহ করতে যায়। পরে ফেরার সময় ঘাস নিয়ে নদী সাতঁরে আসার সময় মাঝ নদীতে পানির স্রোতে ডুবে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ইনর্চাজ আশেক আল মারফের নেতৃত্বে ময়মনসিংহ ইউনিট ডুবুরি ইদ্রীছ আলী ও ফকরুল ইসলাম বিকালে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে সন্ধান পাননি।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান, নদের করাল স্রোতের কারণে ও সূর্য ডুবে যাওয়ায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল (২১ জুন) সকাল থেকে আবার অভিযান চালানো হবে।