জামালপুরে শিশুবিয়ে বন্ধে অভিনব কার্যক্রম

জামালপুরে হাতের অনামিকা আঙুলে রিং অঙ্কন করে শিশুবিয়ে বন্ধে সচেতনতামূলক কার্যক্রম। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিশ্বব্যাপী জুন মোবিলাইজেশন কার্যক্রমের আওতায় শিশুবিয়ে বন্ধ ও নিরুৎসাহিত করার লক্ষ্যে হাতের অনামিকা আঙুলে কালো রিং অঙ্কিত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে ২ জুন উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সংস্থা দুটির কর্মীরা অনামিকায় আঁকানো কালো রিং পড়ে শিশুবিয়ে বন্ধে আওয়াজ তুলেন। ‘আর নয় শিশু বিয়ে, হাসবো খেলবো তাদের নিয়ে’। শিশু বিয়ে বন্ধে এই শ্লোগান সর্বত্র ছড়িয়ে দিতে কর্মীরা অঙ্গীকার করেন।

অনানুষ্ঠানিকভাবে শুরু করা আয়োজনে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক মিনারা পারভীন, উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের এপি ব্যবস্থাপক সাগর ডি কস্তা, পরিবীক্ষণ কর্মকর্তা সরোজ এইচ গ্রেগরি, প্রকল্প কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, করোনাকালিন নারী শিশু নির্যাতনের পাশাপাশি শিশুবিয়ের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী এই অভিনব কার্যক্রম শুরু হয়েছে।