ইসলামপুরে দুঃস্থদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদান

অনুদানের চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৩১ মার্চ দুপুরে উপজেলার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি ঐচ্ছিক তহবিল হতে ৪৬ জনের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল, সহকারী কমিশনার (ভ‚মি) মো. রুকনুজ্জুমান খান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।