স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বকশীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ মার্চ দুপুর ১২টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে উন্নয়ন মেলার শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

ফিতা কেটে উন্নয়ন মেলার শুভ সূচনা করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এবং উপসহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে দুইদিনব্যাপী (২৭-২৮ মার্চ) মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।