বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিকেলে জামালপুর পৌরসভার বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ভলিবল খেলোয়াড়দের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মেঘনা এন্টারপ্রাইজ ও বর্ণমালা ভলিবল দল। ৫ সেটের এই ভলিবল খেলায় ২-৩ সেটে মেঘনা এন্টারপ্রাইজকে পরাজিত করে বর্ণামালা ভলিবল দল চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জি এস এম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন বাবুল প্রমুখ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ভলিবল খেলাটি উপভোগ করেন হাজার হাজার দর্শক।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১২৫ সিসি একটি মোটরসাইকেল ও রানারআপ দলের মাঝে ৪২ ইঞ্চি একটি এলিডি টেলিভিশন পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
উল্লেখ্য, জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
সর্বশেষ
- প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলবে
- উন্নয়নশীল দেশে উত্তরণ ১২ বছরের নিরন্তর পরিশ্রমের ফসল : প্রধানমন্ত্রী
- নূরুল ইসলাম খোকা আর নেই
- বকশীগঞ্জে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে এক কিশোরের আত্মহত্যা
- বকশীগঞ্জে স্বপরিবারে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান
- জামালপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
- উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ জিয়াউর রহমানই উন্মুক্ত করেছিলেন : ওবায়দুল কাদের
- শেখ হাসিনার কারণে দেশের মানুষ সম্পদে পরিণত হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
- সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই
- রোবটকে বাংলা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী
- জামালপুর জেলা প্রেসক্লাবে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা
- ষড়যন্ত্রকারীরা সব সময় সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু