বকশীগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সম্পদ বিতরণ

বকশীগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সম্পদ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরাঞ্চলের উপকারভোগীদের মাঝে ১৬ ফেব্রুয়ারি দুপুরে সম্পদ বিতরণ করা হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে প্রকল্প কার্যালয়ে ১৬ জনকে সম্পদ বিতরণ করা হয়।

উপকারভোগীদের মাঝেসম্পদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ ।

এ সময় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, এফএফ নাসরিন আক্তার, এফএফ রাশেদ উর রহমান, কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজ বাবু।

জানা যায়, ৮ জন যুবতীকে কারিগরি প্রশিক্ষণ শেষে ৮টি সেলাই মেশিন ও ৮ জন যুবককে প্রশিক্ষণ শেষে কাজের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।