পল্লীর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে সরকারি মিডিয়া ডিএফপি তালিকাভুক্ত সর্বাধিক প্রচারিত দৈনিক পল্লীর আলো’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৬ জানুয়ারি পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে পত্রিকার ৭টি উপজেলার প্রতিনিধিদের সাথে পত্রিকাটির সাফল্য ও ভবিষ্যতে করণীয় নিয়ে বিস্তার আলোচনা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দৈনিক পল্লীর আলো’র উপদেষ্টা সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। দৈনিক পল্লীর আলোর নির্বাহী সম্পাদক প্রভাষক মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পল্লীর আলোর বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জুলফিকার বাবলু, ইসলামপুর উপজেলা প্রতিনিধি শফিকুর রহমান শিবলী ও সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি (স্টাফ রিপোর্টার) মমিনুল ইসলাম কিসমত প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দৈনিক পল্লীর আলোর বিজ্ঞাপন ম্যানেজার জহুরা জান্নাত লিনা, হিসাবরক্ষক আসাদুজ্জামান রুকন, অনলাইন ইনচার্জ নাঈম আলমগীর, স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার (বকশীগঞ্জ) জিএম ফাতিউল হাফিজ বাবু, স্টাফ রিপোর্টার (মেলান্দহ) রুহুল আমিন রাজু, জামালপুর সদর পূর্বাঞ্চল প্রতিনিধি লিমা আক্তার, সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, দেওয়ানগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন, সানন্দবাড়ী প্রতিনিধি বোরহান উদ্দিন, জামালপুর সদর (দক্ষিণ) সুমন মিয়া, বিজ্ঞাপনদাতা বিউটি আক্তার, তানজিনা আক্তার, নাসরিন আক্তার লিজা, অফিস সহায়ক বজলুল হক ও সোহানুর রহমান সিহাদসহ পত্রিকাটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ও প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড দেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এর আগে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক পল্লীর আলো’র পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান।

এ সময় অতিথিবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের কোন বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই আপনার এলাকার সমস্যা/সম্ভাবনাময় সব বিষয় পত্রিকায় উঠে আসবে। এ সময় অতিথিবৃন্দ দৈনিক পল্লীর আলো পত্রিকার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য এবং পত্রিকাটির উত্তর উত্তর বৃদ্ধি ও সাফল্য কামনা করেন।