ইসলামপুরে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে ব্যবসায়ীদের প্রশিক্ষণ


প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভোক্তা অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের অত্যাবশ্যকীয় পণ্যেও প্রচলিত আইন-কানুন সংক্রান্ত অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, স্যানেটারি ইন্সপেক্টর নাছিমা আক্তারসহ জাইকা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটি’র বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প-ইউজিডিপি এর সহায়তায় প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন বিভিন্ন দোকান মালিক অংশগ্রহণ করেন।