বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর : জামালপুরে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। ৫ ডিসেম্বর রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
এদিকে একই সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে জামালপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। শহরের বকুলতলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের বাংলাদেশের মাটিতে কোন ঠাঁই হবে না।
বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
- ট্রিপল মার্ডার, সরিষাবাড়ী : একজনের ফাঁসির আদেশ, খালাস ১২
- চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে : ওবায়দুল কাদের
- জামালপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসক্তকে সাজা
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৭ জনের মৃত্যু
- প্রতিবন্ধী অন্তর্ভুক্তির কর্মশালা অনুষ্ঠিত
- ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
- অবকাঠামো উন্নয়নে পাল্টে গেছে ইসলামপুরের গ্রামীণ চিত্র
- দেশে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
- বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে
- আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩
- পুতিনকে ফোন, নাভালনির মুক্তি দাবি বাইডেনের
- দেশে প্রথম টিকা নিলেন যারা
- বকশীগঞ্জে প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ!
- বকশীগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
- সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব প্রেরণ