সরিষাবাড়ীতে অবৈধ দুই এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ দুই এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী হাকিম।

৪ অক্টোবর দুপুরে রেলওয়ে স্টেশন রোড ও হাসপাতাল সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিস্ফোরক লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এলপি (সিলিণ্ডার) গ্যাস বিক্রির অপরাধে স্টেশন রোডের মুগ্ধ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও নিয়ম অমান্য করায় হাসপাতাল রোডের মা স্যানিটারি গ্যালারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, কিছু ব্যবসায়ী বিনা লাইসেন্সে ও যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করায় বিস্ফোরণ ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকি এড়াতে অভিযান চালানো হচ্ছে। ৪ অক্টোবর দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে পেট্রলিয়াম আইন ২০০৬ এর ২০/১ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।