দেওয়ানগঞ্জে জলমহালে মাছের পোনা অবমুক্তকরণ

উপজেলা পরিষদের চেয়ারম্যানের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম

২০২০-২০২১ অর্থ বছরের রাজস্বখাতের আওতায় এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলার সরকারি বিভিন্ন জলমহালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৩ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পুকুরসহ ৮টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাদারেরচর গুচ্ছগ্রাম, মদনেরচর, ডাকাতিয়া ১ নম্বর, ডাকাতিয়া ২ নম্বর আশ্রয় প্রকল্প, খড়মা, টিনেরচর আশ্রয় কেন্দ্রের পুকুরগুলোতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাদারেরচর গুচ্ছগ্রাম সভাপতি সাদা মিয়ার হাতে মাছের পোনা হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কাউছার মোহাম্মদ ময়নুল হাসান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল।