কসোভোর প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক : কসোভোর প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হতি ২ আগস্ট রাতে বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আগামী দুই সপ্তাহ তিনি সেলফ-আইসোলেশনে থাকবেন। খবর এএফপি’র।

হতি তার ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘আজ আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছে এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন।

হতি বলেন, ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর কোন উপসর্গ নেই। জুন মাসের গোড়ার দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বলকানের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল।

১৮ লাখ জনসংখ্যার এ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার।সূত্র:বাসস।

sarkar furniture Ad
Green House Ad