দেওয়ানগঞ্জে পানিবন্দিদের মাঝে খিচুরি বিতরণ

বন্যার্তদের মাঝে খিচুরি বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার্ত ও পানিবন্দি মানুষের মাঝে খিচুরি বিতরণ করা হয়েছে। ২১ জুলাই দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে খিচুরি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এনামুল হাসান জানান, উপজেলার ৮টি ইউনিয়নে বন্যার্ত ও পানিবন্দি মানুষের খাবার খিচুরি রান্নার জন্য চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চিকাজানি ইউনিয়নের এক হাজার ৫০০ পরিবারের জন্য ২ হাজার ৫০০ কেজি চাল এবং ডাল ও সবজির কেনার জন্য নগদ ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২১ জুলাই তিন শতাধিক বন্যার্তদের মাঝে রান্না করা খিচুরি বিতরণ করা হয়।

খিচুরি বিতরণের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আকা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুবলীগনেতা রিয়ামুল হাসান, সাদিকুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক জুবাইদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।