সরিষাবাড়ীতে মাস্ক না পরায় ৬ জনকে অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ ২৮ জুন সকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মা মেডিসিন কর্নারের স্বত্ত্বাধিকারী সোহেল মিয়া (৩৬), রোকন মিয়া (৩২), সোলাইমান হোসেন (৪৩), সামিউল ইসলাম (২৮), ফরহাদ হোসেন (২৮) ও আল আমিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকায় আরামনগর বাজার, হাসপাতাল রোড়, সিমলাবাজার, বাস টার্মিনাল এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ৬ জনকে এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন এ প্রতিবেদককে জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবেও বলে তিনি জানান।

অভিযানকালে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।