ইসলামপুরে মা-ছেলে ৭ স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনায় আক্রান্ত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় একদিনেই রেকর্ড ১১ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রামণ ধরা পড়েছে। এদের মধ্যে ঢাকা ফেরত মা-ছেলেসহ সাতজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবু তাহের জানান, উপজেলা হাসপাতালের আক্রান্তদের মধ্যে ৪০, ৪৯, ২৪ বছর বয়সী নার্স এবং ৩৬ ও ২৯ বছর বয়সী দুইজন পুরুষ স্টাফ নার্স, ভেগুরা গ্রামের একজন স্বাস্থ্যকর্মী, শাহ্ কামাল ডায়াগনোস্টিক সেন্টারের একজন বেসরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়াও ঢাকা ফেরত মা ও ১২ বছর বয়সী ছেলে, উপজেলা হাসপাতালের একজন নার্সের স্বামী, পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

এদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।