বকশীগঞ্জে স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বকশীগঞ্জে স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ইএসডিও’র স্বপ্ন প্রকল্পের শ্রমিক ও মাঠ কর্মীদের মাঝে ২০ এপ্রিল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইউনাইটেড গ্রুপের অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইএসডিও’র সার্বিক সহযোগিতায় ৭টি ইউনিয়নের ২৫২ জন শ্রমিক ও ৭ জন কর্মীর মাঝে এসব ত্রাণ সামগী বিতরণ করা হয়।

প্রতিজনকে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু,২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ২টি সাবান দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, স্বপ্ন প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী হাসান জামান টুটুল, জেলা ব্যবস্থাপক মাহমুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা শহীদুল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।