কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন বিএনপিনেতা শামীম তালুকদার

কর্মহীন ও অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

১৯ এপ্রিল দুপুরে সরিষাবাড়ী উপজেলার মুলবাড়িস্থ ফরিদুল কবীর তালুকদার শামীম তার বাড়িতে সামাজিক দূরত্ব রক্ষা করে গত কয়েকদিন ধরে এলাকার পাঁচ শতাধিক দুঃস্থ মহিলাদের জনপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে প্রদান করছেন।

প্রচারণা ও দলীয় নেতাকর্মীদের এড়িয়ে অনেকটা নীরবেই তিনি নিজহাতে বাড়িতে বসে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ অর্থ প্রদান করছেন।

ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, আমি সবসময় জনগনের কাতারে থাকতে পছন্দ করি। যেকোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়ানো আমার প্রথাগত অভ্যাস।

তিনি আরো বলেন, আমার কাছে দুর থেকে সহায়তার জন্য অনেকেই চেয়েছেন তাদেরকে বিকাশ মাধ্যমেও অর্থ সহায়তা পৌঁছে দিয়েছি। দেশের এসময়ে সবারই সাধ্যমত পাশে দাঁড়ানো উচিৎ।