দেওয়ানগঞ্জ সার্বজনিন কালী মন্দিরের উদ্যোগে ২০০ পরিবারকে ত্রাণ বিতরণ

সার্বজনিন কালী মন্দিরের উদ্যোগে হিন্দু পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ জন হিন্দু নারী পুরুষের মাঝে ৭ এপ্রিল ঢাকাস্থ দেওয়ানগঞ্জ সনাতন কল্যাণ সমিতির সহযোগিতায় দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় সার্বজনিন কালী মন্দিরের আয়োজনে চাল, ডাল, তেল, সাবান, লবণ, আলুসহ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের দেওয়া প্রধানমন্ত্রীর ৩১ দফার নির্দেশনার প্রচারপত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র মোহন চন্দ, সাধারণ সম্পাদক কোমল কৃষ্ণ সাহা, অধ্যাপক চন্দন পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, আশীষ কুমার সাহা, ব্যবসায়ী গৌর দাস, কাজল সাহা, প্রবীর সাহা, অজয় কুমার সাহা প্রমুখ।