বকশীগঞ্জে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে দুগ্ধ শিল্পের প্রসার ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিনিধিদের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে গণচেতনা প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল দুগ্ধ শিল্পের প্রসার নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এছাড়াও উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর রাশেদ উর রহমান আরিফ, এনিমেট এগ্রোভেট লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আতাউর রহমান, এলএসপি আতিকুর রহমান সাজু বক্তব্য রাখেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে সরকারিসেবা সমূহ নিশ্চিত করা, উন্নত দুগ্ধজাত গাভী বাছাই, গাভীর খাদ্যাভ্যাস, দানাদার খাদ্য খাওয়ানো, কৃমিনাশক বড়ি ব্যবহারের পদ্ধতি, ভ্যাকসিন দেওয়া এবং উৎপাদিত দুধ সঠিক সময়ে বাজারজাত করা ও বাজার সম্প্রসারণ করা নিয়ে আলোচনা করা হয়।