বকশীগঞ্জে পশুখামারিরা পেল খাদ্য, কৃমিনাশক বড়ি

খামারিদের হাতে পশুখাদ্য ও কৃমিনাশক বড়ি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পশুখাদ্য ও কৃমিনাশক বড়ি বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর বিকালে উপজেলার ২৪০ জন পশুখামারিকে তিন বস্তা করে পশুখাদ্য ও ১২টি করে কৃমিনাশক বড়ি বিতরণ করা হয়। পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পালের সভাপতিত্বে এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ২৪০ জন পশুখামারিকে তিন বস্তা করে মোট ৭২০ বস্তা পশুখাদ্য ও ১২টি করে কৃমিনাশক বড়ি বিতরণ করা হয়।