আখেরি মোনাজাতের পর ইসলামপুরের ইজতেমা সমাপ্ত

জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন মুসুল্লিরা। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুদিনব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাজাতের পর সমাপ্ত হয়েছে। ২০ ডিসেম্বর পৌর এলাকার গাওকুড়া, পাচবাড়িয়া এলাকায় জুমা নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা সমবেত হয়।

তিনদিনের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুদিনের সময় নির্ধারণ করেছিল জেলা প্রশাসন। ১৯ ডিসেম্বর সকালে পৌর শহরের গাওকুড়া গ্রামের বিস্তৃর্ণ মাঠে আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। কোন প্রকার বিশৃঙ্খলাবিহীন আখেরি মোনাজাতের পর ইজতেমা সমাপ্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, প্রশাসনের সার্বক্ষণিক তদারকি ছিল। সকলের সহযোগিতায় ইজতেমা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে।