
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা পশ্চিমপাড়া থেকে ৫০ লিটার চোলাই মদসহ সুকলাল রবিদাস (৫৫) নামের এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। র্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ ডিসেম্বর রাত ৮টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় সুকলাল রবিদাশ নামের এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সুকলাল রবিদাশ স্থানীয় প্রয়াত কৃষ্ণ রবিদাশের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী অভিযানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।