বকশীগঞ্জ উপজেলা পরিষদের বঙ্গবন্ধু গেইট উদ্বোধন

বঙ্গবন্ধু গেইটের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে নির্মিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের প্রধান গেইট (বঙ্গবন্ধু গেইট) উদ্বোধন করা হয়েছে। ৮ ডিসেম্বর সকালে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গেইট উদ্বোধন করেন।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধু গেইটের উদ্বোধনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওয়ামী লীগনেতা নুরুল আমিন ফোরকান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সার্বিক পরিকল্পনায় ২০১৯-২০২০ অর্থবছরের আওতায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ১৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু গেইট নির্মাণ করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

গেইট উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ ছাড়াও বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা প্রকৌশলী এস এম শহিদুল আলম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ প্রমুখ।