জামালপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পরিচিতি সভা

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম সিদ্দিকী মামীম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর পৌর শাখা কমিটির সাধারণ সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বেলা ১২টার দিকে শহরের জিগাতলা এলাকায় সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর পৌর শাখার সভাপতি মীর মো. মুহসীনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম সিদ্দিকী মামীম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, এস এম জোবায়ের হোসেন শাহীন, পৌর শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান সাঈদ, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর পৌর শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, কোন ব্যবসায়ীরা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখবেন না। আমরা সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য ফার্মেসি পরিচালনা করে থাকি। কোন ডাক্তারী প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ছাড়া কাউকে ওষুধ না দেওয়ার আহ্বান জানান বক্তারা।

পরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর পৌর শাখার নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।