শেরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
শেরপুর সদর উপজেলার গৌরিপুর এলাকায় ৩ নভেম্বর রাতে অভিযান চালিয়ে ৬০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার মাদক কারবারির নাম খোকন কুমার দে (২৬)। তিনি শেরপুর সদর উপজেলার গৌরিপুরের মঙ্গল চন্দ্র দের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর রাত ৮টার দিকে শেরপুর সদর উপজেলার গৌরিপুর এলাকায় অভিযান চালায়। এসময় মমিন পেট্রোল পাম্প সার্ভিসের সাথে আালিফ কম্পিউটার দোকানের সামনের রাস্তা থেকে মাদক কারবারি খোকন কুমার দেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬০টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।