র‌্যাবের অভিযানে একজন চোরাই সরকারি ওষুধ বিক্রেতা গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চোরাই সরকারি ওষুধ বিক্রেতা মো. আব্দুল লতিফ ওরফে সুমন মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার বলায়েরচর পাইকরতলা বাজারে ১৯ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে মো. আব্দুল লতিফ ওরফে সুমন মোল্লা (৫০) নামে একজন চোরাই সরকারি ওষুধ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার চররুহেলী গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ অক্টোবর দুপুর দু’টার দিকে শেরপুর সদর উপজেলার বলায়েরচর পাইকরতলা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নিউ জোনাকী ডেকোরেটরের সামনে রাস্তা থেকে চোরাই সরকারি ওষুধ বিক্রেতা মো. আব্দুল লতিফ ওরফে সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কালো হাতব্যাগ ভর্তি চোরাই সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

আসামি সুমন মোল্লা বিক্রয়ের উদ্দেশ্যে সরকারি ওষুধ নিজ হেফাজতে রেখে দণ্ডবিধি ৩৭৯/৪১১ ধারার অপরাধ করেছে বলে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।